সিপ্লাস ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে বন্যার পানিতে তলিয়ে যাওয়া নাতির পর দাদার লাশও উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে দোহাজারী পৌরসভার জামিরজুরি কাছিউল উলুম মাদ্রাসার কাছ থেকে ৮৩ বছর বয়সী আবু সৈয়দের লাশ উদ্ধার করা হয় বলে চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন জানান।
টানা কয়েক দিনের বৃষ্টি আর ঢলের পানিতে গত মঙ্গলবার তলিয়ে যায় দোহাজারীর বিভিন্ন এলাকা। ঘরে পানি উঠে যাওয়ায় বুধবার বিকালে নিরাপদ জায়গায় সরে যাওয়ার সময় জামিরজুরি এলাকায় পানির স্রোতে তলিয়ে যান আবু সৈয়দ এবং তার ১০ বছরের নাতি মো. আনাছ। কয়েক ঘণ্টা পর নাতির মরদেহ পাওয়া গেলেও দাদা নিখোঁজ ছিলেন।
ওসি আনোয়ার হোসেন বলেন, যে জায়গায় নাতির লাশ পাওয়া গিয়েছিল, সেখানেই সকালে স্থানীয়রা দাদার লাশ দেখতে পান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। চট্টগ্রামে বৃষ্টি শুরু হয় গত বৃহস্পতিবার থেকে। শনিবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলগাঁও এলাকায় দেয়াল ধসে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়।
মঙ্গলবার বিকালে সাতকানিয়ার চরতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে নৌকা উল্টে তিন শিশুসহ চারজন নিখোঁজ হয়।