পড়া হয়েছে: ১৫
চাটগাঁ নিউজ ডেস্ক: উত্তরের জেলা নওগাঁয় জেঁকে বসতে শুরু করেছে শীত। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারদিক। উত্তরের হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি। ঘন কুয়াশার কারণে সকালে সড়কে চলা যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
নওগাঁ বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের উচ্চপর্যবেক্ষক হামিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
সরেজমিনে দেখা গেছে, রবিবার সন্ধ্যার পর থেকে শুরু হয় হিমেল বাতাস।
বদলগাছী আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় তাপমাত্রা নেমে আসছে।
তিনি আরো বলেন, গতকাল রবিবার বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। আজ তাপমাত্রা আরো নেমে আসায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।