আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির (আরইউ) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন প্রবাসীদের দেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার জন্য আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২ এপ্রিল) দুবাইয়ের আল তাওয়ার-১ এ অবস্থিত এশিয়া রয়েল রেস্টুরেন্টে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কনসাল জেনারেল বলেন, “আমিরাতে শ্রমবাজার হুমকির মুখে পড়েছে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে। পুরুষ শ্রমিকদের ভিসা বন্ধ থাকলেও নারীকর্মীদের ভিসা চালু রয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে অসাধু উপায়ে পুরুষ শ্রমিকদের ভিসা করা হচ্ছে, যা আমিরাত এবং বাংলাদেশ সরকারের আইনের পরিপন্থী। এই ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করা এবং প্রবাসীদের সোচ্চার হওয়ার প্রয়োজন।”
তিনি আরও বলেন, “আরইউ আমিরাতে একটি পরিবার। আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রবাসীদের কল্যাণে কাজ করে যাবো।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কনস্যুলেট-এর কমার্শিয়াল কাউন্সিলর আশিষ কুমার সরকার, প্রথম সচিব (প্রেস) আরিফুর রহমান, রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা ইয়াকুব সুনিক, বাংলাদেশ রিজনেস কাউন্সিল দুবাই এর সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল সিআইপি, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সহ-সভাপতি রাজা মল্লিক, সভাপতি নেফলেক্স গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী এ কে আজাদ, কমিউনিটি নেতা কাজী মোহাম্মদ আলী, বৃহত্তর ফরিদপুর সমিতির সভাপতি মুকুল আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ সভাপতি শওকত মোল্লা, বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি কামাল হোসেন সুমন, চ্যানেল আই টিভির আমিরাত প্রতিনিধি মেহেদী হাসান, দেশ টিভি আমিরাত প্রতিনিধি আশিক ইসলাম ।
বাংলাদেশের রিপোর্টার্স ইউনিটির মধ্যে উপস্থিত ছিলেন সি প্লাস টিভি আমিরাত প্রতিনিধি ওসিনিয়র সহ-সভাপতি সনজিত কুমার শীল, মহিউল করিম আশিক, সরোয়ার উদ্দিন রনি, এ কে আজাদ রনি, ফখরুদ্দীন মুন্না মাদ্রাজি, গোলাম সরোয়ার, সাগর দেব, মামুনুর রশিদ, গোলাম সরোয়ার, সদস্য সাগর চন্দ্র স্বপন, মোহাম্মদ রেদোয়ান, মোহাম্মদ জাহেদ হোসেন সহ স্থানীয় ব্যবসায়ী, শিল্পপতি ও গণ্যমান্য ব্যক্তিসহ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ বিদেশে অবস্থানরত সকলের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।