দেশব্যাপী সিপিবির বিক্ষোভ ২৮ ও ২৯ জানুয়ারি

সিপ্লাস ডেস্ক: আগামী ২৮ ও ২৯ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, জাতীয় সম্পদ রক্ষা, পাচারের টাকা উদ্ধার এবং সারাদেশে রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবিতে এই কর্মসূচি পালিত হবে।

রোববার ( জানুয়ারী ২২) দলের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, এ উপলক্ষে ওই দুই দিন দেশের সব জেলা, উপজেলা ও ইউনিয়নে সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে ২৮ ও ২৯ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি সফল করতে সংশ্নিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

Scroll to Top