রামু প্রতিনিধি: রামু-নাইক্ষ্যংছড়ি সড়ককে দৃষ্টিনন্দন ভাবে সম্প্রসারিত করতে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে পরিকল্পনা গ্রহণ করেছেন কক্সবাজার-৩ আসনের তৃতীয় বারের মতো নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে রামু কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পরামর্শ মূলক সভায় এ উদ্যোগ গ্রহণ করা হয়।
সভায় সড়ক ও জনপদ অধিদপ্তর বান্দরবান জেলার নির্বাহী প্রকৌশলী মোসলেহ উদ্দীন চৌধুরী, বিশ্বব্যাংকের সিনিয়র ডিজাইনার ও ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট সরওয়ার কাজী, ট্রান্সপোর্ট স্পেশালিষ্ট আশরাফুল ইসলাম সহ ৯ সদস্যের উর্ধ্বতন প্রতিনিধি দল, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম, আওয়ামী লীগ নেতা ওসমান সরওয়ার মামুন, জহির উদ্দিন কোম্পানি,রামু প্রেসক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া প্রমুখ নেতৃবৃন্দ মতামত ব্যক্ত করেন। এ সময় ইউনিয়ন পরিষদের মেম্বার, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এমআর