দুর্গাপূজায় সর্বোচ্চ সহযোগিতা করা হবে: জামায়াতের আমির

শেয়ার করুন

চাটগাঁ নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সামনে দুর্গাপূজাকে কেন্দ্র করে সমাজের শান্তি-শৃঙ্খলা নষ্ট করা যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে সনাতন ধর্মালম্বীদের দুর্গাপূজা সামনে। আমরা সবোর্চ্চ সহযোগিতা করবো।’

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া থেকে ঢাকা যাওয়ার সময় দৌলতদিয়া ফেরিঘাটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, দুস্কৃতিকারীরা যেন কোন অঘটন ঘটাতে না পারে সে জন্য সমাজের সর্বস্তরে মানুষদের সাথে নিয়ে ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। কোন ভাবেই দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে দেওয়া যাবে না।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন নিয়ে আমরা আশাবাদী। একটি ক্ষেত্র প্রস্তুত করেই সময় আসুক। তখন নির্বাচন সম্পর্কে কথা বলা যাবে। আমরা তো কাজ করছি। নিশ্চই আগামীতে ভালো কিছু হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলার আমির এ্যাডভোকেট নুরুল ইসলাম, নায়েবে আমির হাসমত আলী হাওলাদার, সেক্রেটারী আলিমুজ্জানসহ সংগঠ‌নের বিপুল সংখ‌্যক নেতাকর্মী উপ‌স্থিত ছি‌লেন।

চাটগাঁ নিউজ/এআইকে

Scroll to Top