রাউজান প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে দুই লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের এবিএম ফজলে করিম চৌধুরী। এ নিয়ে তিনি টানা চতুর্থবার সহ পঞ্চম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তিনি পেয়েছেন ২লাখ ২১ হাজার ৫শত ৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শফিউল আজম ট্রাক প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১ শত ৫৯ ভোট। অন্যান্যদের মধ্যে জাতীয় পাটির শফিক উল আলম চৌধুরী (লাঙ্গল) ২ হাজার ৬শত ৫৪ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের স.ম. জাফর উল্লাহ (চেয়ার) ১হাজার ৯শত ৩৭ ভোট, তৃণমূল বিএনপির মো. ইয়াহিয়া জিয়া চৌধুরী (সোনালী আঁশ) ১ হাজার ১শত ৪৯ ভোট। বাতিল হয়েছে ১ হাজার ৬ শত ৩৭ ভোট।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, এই আসনে ১ টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ৯৫ টি ভোট কেন্দ্রে ৭০৭ টি বুথে ৩ লাখ ১৬ হাজার ৯ শত ২০ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লাখ ৩২ হাজার ১ শত ৮ জন ভোটার। যা মোট ভোটের ৭২.৭২শতাংশ।
রাউজানে সকাল হতে প্রতিটি ভোট কেন্দ্রে নারী-পুরুষ ভোটাররা উপস্থিত হয়ে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে সুষ্ঠু পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট কেন্দ্রে নারী ও নতুন ভোটারদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। প্রতিটি কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট সংগৃহীত হয়। যা আশেপাশের সংসদীয় আসনগুলোর চেয়ে ব্যতিক্রম।
ভোটের ফলাফল প্রকাশের পরপরই বিজয়ী প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের এবিএম ফজলে করিম চৌধুরী উপজেলার মুন্সিরঘাটাস্থ দলীয় স্থায়ী কার্যালয়ের সম্মুখে দলীয় নেতাকর্মীসহ রাউজানের সকল জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পঞ্চমবারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত হতে যাওয়া আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে অগ্রীম অভিনন্দন জানান।