দিল্লিতে বন্দুকধারীর গুলিতে মুসলিম যুবক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: স্কুটারে করে বাসায় যাচ্ছিলেন তিনবন্ধু। হঠাৎ আরেকটি মোটরসাইকেলে করে এসে গুলি করে বন্দুকধারীরা। এরপর ফোন ও স্কুটার নিয়ে পালিয়ে যায়। শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাতে ভারতের রাজধানী দিল্লিতে সিনেমাটিক স্টাইলে এই ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দিল্লির কবিরনগর এলাকায় গুলিতে নিহত হওয়া ওই যুবকের নাম নাদিম। তারা বাসায় যাওয়ার আগে খাবার নিতে সেখানে গিয়েছিলেন। তাদের ওপর সাত রাউন্ড গুলি চালানো হয়। নাদিমের বন্ধুর অবস্থাও আশঙ্কাজনক।

ঘটনার পর স্থানীয়রা ‍গুলিবিদ্ধদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। সেখানে মৃত্যু হয় নাদিমের। তার বন্ধুর এখনো চিকিৎসা চলছে। পুলিশ একটি হত্যা মামলা ও হত্যাচেষ্টা মামলা দায়ের করেছে।

নাদিমের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। তারা জানিয়েছে, এই ঘটনায় তিন অপ্রাপ্তবয়স্ককে গ্রেপ্তার করা হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ