দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, আনোয়ারায় বর্ণাঢ্য আনন্দ মিছিল

আনোয়ারা প্রতিনিধি : জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আহবায়ক কমিটি পেলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। ইদ্রিস মিয়াকে আহবায়ক ও লায়ন মোঃ হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়।

এদিকে আনোয়ারা উপজেলার সন্তান দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটিতে সদস্য সচিব নির্বাচিত হওয়ায় আনোয়ারায় বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মী এবং জনসাধারণরা মহাখুশি। এতে উপজেলায় মিষ্টি বিতরণ ও বর্ণাঢ্য আনন্দ র‌্যালী করেছেন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও জনসাধারণ।

রবিবার (২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার কালাবিবি দিঘীর মোড় থেকে বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাতরী চৌমুহনী গিয়ে শেষ হয়। পরে চাতরী চৌমুহনী বাজার এলাকায় বিএনপির অফিসে নবনির্বাচিত সদস্য সচিবকে শুভেচ্ছা জানাতে নেতাকর্মীরা ভিড় জমায়। এসময় উপজেলার কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক সরোয়ার হোসেন, সিআইপি মুহাম্মদ নেছার উদ্দিন, আহবায়ক কমিটির সদস্য মাস্টার মো. রফিক, দিল মোহাম্মদ মন্জু, জাগির হোসেন সাওদাগর, মামুন খান, বিএনপি নেতা নুরুল হুদা, জাহাঙ্গীর আলম, কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন সুমন, সদস্য সচিক নাজিম উদ্দিন খান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহ্বায়ক শামসুল ইসলাম, যুবদল নেতা মো. আখতার, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, শহিদুল ইসলাম সায়েম, মোফাজ্জল হোসেন জুয়েল, আরিফ ও তারেক প্রমুখ।

জানা যায়, দেশের রাজনীতির ক্রান্তিলগ্নে ও দুঃসময়ে আনোয়ারা উপজেলা বিএনপির হাল ধরে মাঠে ছিলেন সক্রিয় লায়ন হেলাল উদ্দিন। দলের বিভিন্ন দিবস, সভা-সমাবেশও করেছেন নেতাকর্মীদের নিয়ে। বিগত ১৬ বছর দলের নেতাকর্মীরা হামলা-মামলার শিকার হয়েছেন। এসবের মধ্যে পাশে থেকে লায়ন হেলাল উদ্দিন দিয়েছেন সাহস। কারাবন্দী নেতাকর্মী ও তাদের পরিবারের দায়িত্বসহ দলের নেতাকর্মীদের কারামুক্তির ব্যবস্থাও করতেন তিনি। দুঃসময়ে এই নেতাকে মূল্যয়ন করায় দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

এর আগে, গত বছরের ১ সেপ্টেম্বর দেশের আলোচিত শিল্পগোষ্ঠী এস আলমের বিলাসবহুল গাড়িকাণ্ডে বিলুপ্ত ঘোষণা করা হয় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। এরপর দীর্ঘ পাঁচ মাস নেতৃত্ব শূন্য থাকার পর আজ দক্ষিণ জেলা কমিটির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top