সিপ্লাস ডেস্ক: আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের তৈলারদ্বীপ সেতুতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পরিবহন শ্রমিকেরা।
মঙ্গলবার (৪ জুলাই) বেলা ১২টার দিকে তৈলারদ্বীপ সেতুর আনোয়ারা প্রান্থে চট্টগ্রাম পশ্চিম পটিয়া-আনোয়ারা-বাঁশখালী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এ মানববন্ধন করে।
শ্রমিক ইউনিয়ন নেতা মো. একরামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক টিপুর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইয়ুব আলী, পেয়ার মোহাম্মদ, মঈনুদ্দিন লিপু, মো. হোসেন, জালাল উদ্দিন, রাসেল হাবীব, মো. ইউনুচ, মোরশেদ, জাহেদ, কুদ্দুস, আক্তার, সাইফুর রহমান, মো. ছৈয়দ, জাকির, মোজাফ্ফর, মো. টিপু, নাজিম উদ্দিন, ফারুক, মো. কাশেম ও আরিফ।
মানববন্ধনে বক্তারা সরকারি নির্ধারিত টোল অনুযায়ী যানবাহনের টোল নেওয়ার দাবি জানান।