ঢাকা থে‌কে আসলেন চিন্ম‌য়ের জা‌মি‌নে শুনানির আইনজীবী

চাটগাঁ নিউজ ডেস্ক: সনাতনী জাগরণ ম‌ঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে জামিন শুনানিতে অংশ নি‌তে ঢাকা থে‌কে আস‌লেন আইনজীবী। ব‌ুধবার (১১ ডি‌সেম্বর) চট্টগ্রাম মে‌ট্রোপ‌লিটন ম‌্যা‌জি‌স্ট্রেট আদাল‌তে চিন্ময় কৃষ্ণ দাসের শুনানির কথা ছিল।

তাকে কারাগা‌রে প্রেরণ‌কে কেন্দ্র ক‌রে ঘ‌টে যাওয়া সংঘ‌র্ষে কু‌পি‌য়ে সাইফুল ইসলাম আ‌লিম না‌মে এক আইনজীবী হত‌্যার ঘটনা ঘটে। এ‌তে তার প‌ক্ষে না দাঁড়া‌নোর ঘোষণা দেয় চট্টগ্রা‌মের আইনজীবীরা।

ত‌বে এক সংবাদ স‌ম্মেল‌নের মাধ‌্যমে চট্টগ্রাম জেলা‌ আইনজীবী স‌মি‌তি জানায়, তার প‌ক্ষে বা‌হিরের কোন আইনজীবী অংশগ্রহ‌ণে কোন বাধা নেই।

এর আ‌গে চিন্ময় দা‌শের জা‌মিন শুনানিতে তার প‌ক্ষে কোন আইনজীবী না থাকায় শুনানির জন‌্য পরবর্তী তা‌রিখ নির্ধারণ ক‌রে আদাল‌ত।

এদি‌কে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে চট্টগ্রাম জেলা আইনজীবী সমি‌তির সভাপ‌তি না‌জিম উ‌দ্দিন চৌধুরী জানান, তার জা‌মিন শুনানিতে অংশগ্রহণ করার জন‌্য ঢাকা থে‌কে আইনজীবী আস‌ছেন। ত‌বে কোর্ট অনুম‌তি দেন‌নি যে‌হেতু তার ওকালতনামা ছিল উনা‌দের। কা‌রো প‌ক্ষে প্রতি‌নি‌ধিত্ব কর‌তে চাই‌লে ওকালতনামা লাগ‌বে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top