ঢাকাকে ১৪৩ রানের টার্গেট কুমিল্লার, শরিফুলের হ্যাটট্রিক

চাটগাঁ নিউজ ডেস্ক: বিপিএলের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক দেখলো ক্রিকেটপ্রেমীরা। শুক্রবার (১৯ জানুয়ারি) কুমিল্লার তিন ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে দুর্দান্ত ঢাকার পেসার শরিফুল ইসলাম হ্যাটট্রিক করেছেন। বিপিএলের দশ আসরে এটি সপ্তম হ্যাটট্রিক।

শুক্রবার বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও নবাগত দুর্দান্ত ঢাকা মুখোমুখি হয়। শরিফুলের ইনিংসের শেষ তিন বলে খুশদিল শাহ, রোস্টন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কনকে ফিরিয়ে হ্যাটট্রিকের কীর্তি গড়েন শরিফুল। ৪ ওভার বল করে ২৭ রান খরচায় দারুণ বোলিং করেন এই পেসার। শেষ ওভারে তার এমন আগুনে বোলিংয়ে ৬ উইকেট হারিয়ে ১৪৩ রানে থামে কুমিল্লার ইনিংস। শরিফুলের বিপিএলের ইতিহাসে সপ্তম হ্যাটট্রিক বোলার।

বিপিএলে বাংলাদেশের হয়ে প্রথম হ্যাটট্রিক করেছিলেন আল আমিন হোসেন। ২০১৫ বিপিএলে বরিশাল বুলসের হয়ে হ্যাটট্রিক করেছিলেন তিনি। বাংলাদেশিদের হয়ে তার পরের হ্যাটট্রিকটি করেছিলেন আলিস ইসলাম। ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলা এই স্পিনার ২০১৯ সালে রংপুর রাইডার্সের বিপক্ষে এই কীর্তি গড়েন।

বিপিএলের ৬ হ্যাটট্রিক

মোহাম্মদ সামি, ২০০৫ (দুরন্ত রাজশাহী)।

আল আমিন হোসেন, ২০১৫ (বরিশাল বুলস)।

আলিস আল ইসলাম, ২০১৯ (ঢাকা ডায়নামাইটস)।

ওয়াব রিয়াজ, ২০১৯ (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)।

আন্দ্রে রাসেল, ২০১৯ (ঢাকা ডায়নামাইটস)।

মৃত্যুঞ্জয় চৌধুরী, ২০২২ (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)।

শরিফুল ইসলাম, ২০২৪ (দুর্দান্ত ঢাকা)।

চাটগাঁ নিউজ/এমআর

Scroll to Top