আমিরাত প্রতিনিধি: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে উচ্ছ্বসিত আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা। তারা আশাবাদী হয়তো দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের ভিসা সমস্যার সমাধান হবে।
সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের অন্যতম বৃহত্তম শ্রমবাজার। যাতে অবস্থান করছেন দশ লক্ষাধিক বাংলাদেশী প্রবাসী। দেশটিতে দীর্ঘ সময় ধরে বাংলাদেশী শ্রমিকদের ভিসা বন্ধ থাকাতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।
আমিরাতে দীর্ঘ ১ যুগের বেশি সময় ধরে বাংলাদেশী কর্মীদের ভিসা বন্ধ আছে। করোনাকালীন সময়ে অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ ও ভিজিটে এসে ভিসা লাগানোর সুযোগ থাকলেও এখন সব সুযোগ বন্ধ থাকাতে ব্যবসা বাণিজ্য করতে বিপাকে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকগণ।
সদ্য নির্বাচিত সিআইপি আবুধাবি প্রবাসী মাহমুদ আজম খান, আবুধাবীর প্রবীণ বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গোলাম মাওলা, ব্যবসায়ী মাউন উদ্দিন, এস এম লুৎফর রহমান, রবিউল হাসান প্রমুখের মতে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ভিসা সমস্যার সমাধান হলে আমিরাতের বাংলাদেশী ব্যবসায়ী ও উদ্যেক্তাগণ উপকৃত হবেন।
অভিজ্ঞ মহলের মতে প্রধান উপদেষ্টা আমিরাত সফরে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ভিসা সমস্যার সমাধান হলে রেমিট্যান্সের পাশাপাশি বাংলাদেশের শ্রম বাজার আরও চাঙ্গা হবে।
চাটগাঁ নিউজ/মান্নান/এমকেএন