চাটগাঁ নিউজ ডেস্ক : প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ এলে ভর্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ।
এর আগে রোববার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের ডিন’স কমিটির আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হবে। কেবল ডোপ টেস্টে উত্তীর্ণ শিক্ষার্থীরাই চবিতে চূড়ান্ত ভর্তি হতে পারবেন। ডোপ টেস্টের কার্যক্রম হবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, প্রথমে আমরা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ডোপ টেস্টের মধ্য দিয়ে মাদকের বিরুদ্ধে কাজ শুরু করছি। তারপর পর্যায়ক্রমে আমরা অন্যান্য শিক্ষার্থীদেরও ধীরে ধীরে এ ব্যবস্থার আওতায় আনব। আমরা ইতিমধ্যে চমেক হাসপাতালের সঙ্গে কথা বলেছি। ডোপ টেস্টের খরচ বিশ্ববিদ্যালয় বহন করবে। কোন প্রক্রিয়ায় ডোপ টেস্ট করতে হবে, সেটা জানিয়ে দেওয়া হবে।
চাটগাঁ নিউজ/এসএ