স্পোর্টস ডেস্ক : আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জিতলে ২ পয়েন্ট নিয়ে জিইয়ে থাকবে টাইগারদের সেমিফাইনালের সম্ভাবনা। হারলে বাদ। আর বাংলাদেশকে হারালে ৪ পয়েন্ট নিয়ে সেমির পথে এগিয়ে যাবে ভারত।
সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাংলাদেশ। সেমিফাইনালে পৌঁছার লড়াইয়ে আজ ভারতের মুখোমুখি হবে টাইগাররা। হার দিয়ে সুপার এইট লড়াই শুরু হওয়ায় আজ ভারতের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। শুধু তাই নয়, বাকি দুই ম্যাচে শতভাগ জয়ের পরও অন্য দলের হার-জিতে টিকে থাকবে বাংলাদেশের সেমিফাইনালের সম্ভাবনা। বাংলাদেশের ‘ডু অর ডাই’ ম্যাচের আগে চলুন দেখে নেওয়া যাক ‘গ্রুপ-১’ এর সমীকরণ।
সুপার এইটে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে ‘গ্রুপ-১’ এর শীর্ষে অস্ট্রেলিয়া। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত। রান রেটে এগিয়ে অজিরা। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচ হেরেছে বাংলাদেশ ও আফগানিস্তান। রান রেটের তারতম্যে টেবিলের তলানিতে টাইগাররা। তিনে আফগানরা। ১ নম্বর গ্রুপের চার দলের সবাই একটি করে ম্যাচ খেলেছে। বাকি রয়েছে দুটি করে ম্যাচ।
ভারতকে হারালেই সেমিফাইনাল নিশ্চিত হচ্ছে না বাংলাদেশের। পরের ম্যাচে হারাতে হবে আফগানিস্তানকেও। সেক্ষেত্রে ৪ পয়েন্ট নিয়ে শেষ চারে ওঠার সম্ভাবনা গাঢ় হবে বাংলাদেশের।
আফগানিস্তানকে হারানোর পরও সমীকরণ শেষ হবে না বাংলাদেশের। তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান-অস্ট্রেলিয়া এবং ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে। অজিদের আফগানরা হারিয়ে দিলে দুই দলের পয়েন্ট হবে সমান ২। অস্ট্রেলিয়া জিতলে মিচেল মার্শরা এগিয়ে থাকবে ৪ পয়েন্ট নিয়ে। এরপর অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে দিলে অজিদের সঙ্গে সেমিতে উঠবে বাংলাদেশও।
তবে যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় ভারত, সেক্ষেত্রে বাংলাদেশ, ভারত ও অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে সমান ৪। তখন রান রেটের হিসেবে দুই দল যাবে সেমিফাইনালে।
চাটগাঁ নিউজ/এআইকে