পড়া হয়েছে: ৩০
সিপ্লাস ডেস্ক: নগরীতে ডিমের দাম নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান পরিচালনা করেছে। এসময় ৭টি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৬ আগস্ট) সকালে নগরের আগ্রাবাদ চৌমুহনী সিডিএ মার্কেটে এ অভিযান পরিচালনা করেন তারা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহাকারী পরিচালক নাসরিন আক্তার গণমাধ্যমকে বলেন, চট্টগ্রামে ডিমের পাইকারি ও খুচরা বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে মূল্য তালিকা যথাযথ সংরক্ষণ না করা, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিম বিক্রয়ের কারণে ৭টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।