ডিগ্রির চেয়ে বড় কথা তুমি দেশের জন্য কি করেছ – ড. ফাওজুল কবির

চাটগাঁ নিউজ ডেস্ক:  বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, তোমাদের মধ্যে যারা আজকে বৃত্তি পেয়েছো, ভালো রেজাল্ট করেছো সে জন্য অতিরিক্ত খুশি কিংবা অপেক্ষাকৃত কম সিজিপিএ’র জন্য ব্যথিত হওয়ার কোনও কারণ নাই। কারণ,তোমার কাছে যে ডিগ্রি বা সিজিপিএ আছে তার চেয়েও বড় কথা হচ্ছে দেশের জন্য তুমি কি করেছ? বর্তমান প্রজন্মকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে যে শিক্ষা প্রয়োজন তা শুধু শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়।

রোববার (১৯ জানুয়ারি) সকালে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে প্রফেসর আসিফুল হক খান মেমোরিয়াল ট্রাস্ট বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জুলাই আন্দোলনে যারা পঙ্গুত্ব বরণ করেছে তোমরা তাদের কাছে যাও। তাদের কাছে জানতে চেষ্টা করো- কেন হাজার হাজার শিক্ষার্থী জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। দেশপ্রেম কি, সেটা তাদের কাছে প্রকৃতভাবে শিখতে পারবে।

চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সোনালী ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান,সাবেক কম্পট্রোলার অডিটর জেনারেল ও সাবেক অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কমিশনার ড. মো.জিয়াউদ্দীন।

অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের ৩৪ জন শিক্ষার্থীকে প্রফেসর আসিফুল হক খান মেমোরিয়াল ট্রাস্ট বৃত্তি প্রদান করা হয়।

চাটগাঁ নিউজ/ইউডি 

Scroll to Top