পড়া হয়েছে: ৭৩
চাটগাঁ নিউজ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সিআইডির (প্রশাসন) ডিআইজি মাইনুল হাসানকে। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমানকে র্যাবের নতুন ডিজি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে ওএসডি করে পুলিশ দফতরে সংযুক্ত করা হয়েছে। এদিকে, র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদকে পুলিশ সদর দফতরে বদলি করা হয়েছে।
বুধবার (৭ আগস্ট) সকালে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে, মঙ্গলবার রাতে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সরিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (সুপার নিউমারি) ময়নাল হোসেনকে আইজিপি হিসেবে নিয়োগ দেয়া হয়।
চাটগাঁ নিউজে/এআইকে