পড়া হয়েছে: ৫৬
চাটগাঁ নিউজ ডেস্ক: মায়ানমার থেকে সাগর পথে অবৈধভাবে অনুপ্রবেশকালে কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে উদ্ধার করা হয়েছে ২১ শিশুসহ ৩৭ জন রোহিঙ্গাকে।
সোমবার (৭ অক্টোবর) রাতে দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুড়া এলাকা থেকে তাদেরকে উদ্ধার করে পুলিশ।
উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ২১ শিশু, ১২ নারী ও ৪ জন পুরুষ রয়েছেন। তাদের সবার বাড়ি মিয়ানমারের মংডু শহরের বিভিন্ন গ্রামে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, দালালের মাধ্যমে নৌকায় মিয়ানমারের থেকে অনুপ্রবেশকালে স্থানীয়দের সহায়তায় ২১ শিশুসহ ৩৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। তদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ