পড়া হয়েছে: ২৯
চাটগাঁ নিউজ ডেস্কঃ কক্সবাজার-টেকনাফ মহাসড়কে একটি যাত্রীবাহী অটোরিকশা থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দসহ দুইজনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ান।
বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ হতে কক্সবাজারগামী একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
এই বিষয়ে বর্ডার গার্ড ব্যাটালিয়ানের এক কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক চোরাকারবারি সদস্যদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি অটোরিকশা ও ৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, টেকনাফ উপজেলার নয়াপাড়া গ্রামের মো. জকির আহমদের ছেলে গাড়ি চালক হেলাল উদ্দিন (২৮) ও টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া গ্রামের আবদুল করিমের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ (২৮)।
চাটগাঁ নিউজ/এসবিএন