জুমার নামাজে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুসল্লি

চাটগাঁ নিউজ ডেস্কঃ হাটহাজারীতে জুমার নামাজ পড়তে গিয়ে আনুমানিক ৭০ বছর বয়সী অজ্ঞাত এক ভিক্ষুকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৫ মার্চ) হাটহাজারী মির্জাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ মোমিন শাহ মাজার সংলগ্ন মসজিদে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, ওইদিন সকাল থেকে অজ্ঞাত ওই ভিক্ষুক এলাকায় ভিক্ষাবৃত্তি করেন। জুমার নামাজের সময় হলে তিনি মোমিন শাহ মাজার সংলগ্ন মসজিদে নামাজ পড়তে যান। সেখানে জুমার নামাজের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পাশে থাকা কয়েকজন লোক তাকে ধরে মসজিদে শুইয়ে দেন। এর কিছুক্ষণ পরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ বিষয়ে স্থানীয় যুবক বেলাল জানান, ওই ভিক্ষুক সকালে ভিক্ষা করার সময় জানতে চাইলে তিনি তার বাড়ী নাজিরহাটের হুর পাড়া এলাকায় বলে জানিয়েছিলেন।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই গোফরান ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটগাঁ নিউজকে জানান, নামাজরত অবস্থায় নিহত অজ্ঞাত ওই মুসল্লির এখনও পরিচয় পাওয়া যায়নি।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top