জুবেদা খাতুন ফান্ডের উদ্যোগে বাঁশখালীতে কম্বল বিতরণ অনুষ্ঠিত

চাটগাঁ নিউজ ডেস্ক: নীলফামারীর মানবিক সংস্থা জুবেদা খাতুন ফান্ডের উদ্যোগে বাঁশখালীর ১১ নং পুঁইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকার শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

১৪ জানুয়ারি মঙ্গলবার সকালে সাইফুর রহমান মাদ্রাসা সংলগ্ন মাঠে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ ইসহাক আলী সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-হামিম ইনস্টিটিউটের প্রিন্সিপাল আরিফুল ইসলাম, মাওলানা আবুল কাশেম, মাওলানা নুরুল কাদের এবং মাওলানা আব্দুস সাত্তার নীজামীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ ইসহাক আলী সরকার বলেন,আমাদের এই উদ্যোগ সফল করতে সকলের দোয়া ও সহযোগিতা প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং দীর্ঘস্থায়ী করুন। মানবিক সংস্থা জুবেদা খাতুন ফান্ডের এই মহৎ প্রচেষ্টা শীতার্ত ও অসহায় মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটি সমাজে সহযোগিতা ও সহানুভূতির একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

চাটগাঁ নিউজ/ইউডি  

Scroll to Top