চাটগাঁ নিউজ ডেস্কঃ সংস্কারের লক্ষ্যে তিন মাসের জন্য যান চলাচল বন্ধ করা হয়েছিল কালুরঘাট সেতুতে। কিন্তু গত আগস্টে শুরু হওয়া এই সংস্কার কাজ ৮ মাস পাড় হলেও শেষ হয়নি। সেতু সংস্কার কাজ শেষ হতে আরও দুই মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। সে হিসাবে আগামী জুনের আগে কালুরঘাট সেতু দিয়ে যান চলাচলের সম্ভাবনা নেই।
নগরীর সঙ্গে বোয়ালখালী ও পটিয়া উপজেলার একাংশের যোগাযোগের প্রধান মাধ্যম এই কালুরঘাট সেতু। সড়ক পথের সব ধরনের যানবাহনের পাশাপাশি এ সেতু দিয়ে ট্রেনও চলাচল করে। কক্সবাজারের পথে রেল চালুর জন্য কালুরঘাট সেতু সংস্কার করে ৩১ অক্টোবর থেকে যান চলাচল শুরু হওয়ার কথা ছিল। এর মধ্যে ৫ নভেম্বর কক্সবাজারের পথে রেল চলাচল শুরু হয়। পরে রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেছিলেন, মার্চ মাসের মাঝামাঝিতে সংস্কার কাজ শেষে এ সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হবে।
এই বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী জিসান দত্ত চাটগাঁ নিউজকে বলেন, সেতুতে যানবাহন চলাচলের জন্য কার্পেটিংয়ের কাজ চলছে। ওয়াকওয়ের কাজ হবে, সেখানে ঢালায় হবে। পানি যাতে না জমে, সেজন্য ড্রেনেজ সিস্টেমের কাজও চলছে। সব মিলিয়ে আগামী জুনের মধ্যে সেতু সংস্কারের কাজ শেষ হওয়ার সম্ভাবনা আছে।
কর্ণফুলীর ওপারের বোয়ালখালীর অনেকে প্রতিদিন নদী পাড় হয়ে শহরে আসেন চাকরি বা পেশাগত কারণে। শহর থেকেও অনেকে বোয়ালখালীতে যান নানা কাজে। সেতুর বিকল্প হিসেবে বোয়ালখালী উপজেলার মানুষকে ফেরির মাধ্যমে প্রতিদিন পারাপার হতে হচ্ছে।
চাটগাঁ নিউজ/এসবিএন