পড়া হয়েছে: ৬২
সিপ্লাস ডেস্ক: আফগানিস্তানকে উড়িয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা করা বাংলাদেশ হ্যাটট্রিক পরাজয়ের ফলে ব্যাকফুটে চলে যায়। অথচ বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বাংলাদেশের লক্ষ্য ছিল সেমিফাইনাল খেলা। আজ আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ম্যাচে দুর্দান্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে টাইগাররা।
বল হাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুটা মন্দ হয়নি বাংলাদেশের। দলীয় ৩১ রানে নিজেদের প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা। শরিফুলের বলে প্যাভিলিয়নে ফেরেন রেজা হেনড্রিকস। এরপরই প্রোটিয়া শিবিরে আঘাত হানেন মিরাজ। ফন ডার ডুসেন ৭ বলে ১ রান করে আউট হন।
এরপরই ডি কক-মার্করামের ব্যাটে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। এই দুই ব্যাটারের সেই জুটি ভাঙেন সাকিব। ব্যক্তিগত ৬০ রানে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেটে ১৭০ রান।