জাতীয় শোক দিবসে কাপ্তাই ৪১ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাদ্য সামগ্রী বিতরণ

কাপ্তাই প্রতিনিধি: জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই ব্যাটালিয়ন ( ৪১ বিজিবি) এর উদ্যোগে মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় ওয়াগ্গাছড়া বিজিবি সদর দপ্তরে ৫৫ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং সেই সাথে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় ।

ব্যাটালিয়ন এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডা: সুস্মিত শোভন দাশ এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন।

পরে বেলা ১২ টায়  ৪১ বিজিবির অধিনায়ক  লে: কর্নেল সাব্বির আহমেদ এএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সর্বমোট ১ শত ৫০ টি পরিবারকে পরিবার প্রতি ৮ কেজি  চাল, ২  কেজি আটা, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি মসুর ডাল  এবং ১ কেজি চিনি তুলে দেন।

এসময় তিনি বক্তব্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখতেন। সাম্প্রদায়িকতার বিষবাষ্প সকল ধরনের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। সেই ক্ষেত্রে বাংলাদেশে সকল সম্প্রদায়ের লোকজন কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে বসবাস করে আসছেন। এই বাংলাদেশ বঙ্গবন্ধু চেয়েছিলেন।

Scroll to Top