জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র্যালী ও আলোচনা সভা

কাপ্তাই প্রতিনিধি:  সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার বেলা ১১ টায়  কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরী তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন,  সুশাসন নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা, কর্মচারিদেরকে স্বচ্ছতা, জবাবদিহিতা থাকতে হবে এবং  জনগণের আরোও  কাছাকাছি গিয়ে সেবা পৌঁছে দিতে হবে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর সভাপতিত্বে সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মারজান হোসেন, উপজেলা কৃষি অফিসার মো ইমরান আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এনামুল হক হাজারী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: ওমর ফারুক রনি, ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ।

এর আগে উপজেলা পরিষদ চত্বর হতে  একটি র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

Scroll to Top