জাতিসংঘের স্বাধীন তদন্ত দল আসবে বাংলাদেশে: গোয়েন লুইস

চাটগাঁ নিউজ ডেস্ক : জাতিসংঘের ঢাকা মিশনের প্রধান গোয়েন লুইস জানিয়েছেন, জাতিসংঘের অর্থায়নে স্বাধীন তদন্ত দল আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

লুইস বলেন, আগামী সপ্তাহে একটি টেকনিক্যাল টিম আসবে। তারা প্রাথমিক ফ্যাক্ট ফাইন্ডিং শুরু করবে। এরপরে বিস্তারিত পরিকল্পনা করা হবে।

তিনি বলেন, এই তদন্ত দলের কর্মপরিধি কী হবে, তা ঠিক করার কাজ চলছে। জাতিসংঘের অর্থায়নে ও নেতৃত্বে কাজ করবে স্বাধীন এই তদন্ত কমিশন।

তিনি আরও বলেন, সামনের দিনগুলোতে আমরা অন্তর্বতী সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করতে চাই। বাংলাদেশে আমাদের বিভিন্ন এজেন্সি আছে। যারা উন্নয়ন, মানবাধিকার নিয়ে কাজ করে। রোহিঙ্গা প্রত্যাবাসনে নিয়ে আলোচনা হয়েছে। আমরা কিভাবে ড. ইউনূসের সরকারকে কিভাবে সহযোগিতা করতে পারি সেসব নিয়েও কথা হয়েছে। গতকাল ড. ইউনূসের সাথে জাতিসংঘের মানবাধিকার প্রধানের কথা হয়েছে।

এর আগে বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে আলাপকালে বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার বিষয়ে জাতিসংঘ শীঘ্রই তদন্ত শুরু করবে বলে জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক।

চাটগাঁ নিউজ/এআইকে

Scroll to Top