চাটগাঁ নিউজ ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারী ও শাখা ছাত্রলীগের মুখোমুখি সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন চারজন। বিশ্ববিদ্যালয়ের ১৮ ব্যাচের শিক্ষার্থী ফেরদৌস, ১৭ ব্যাচের অন্তু, অনিকসহ চারজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা থেকে মিছিল বের করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। মিছিলটি সিএমএম কোর্টের সামনে এলে আগে থেকে অবস্থান নিয়ে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হন ৪ শিক্ষার্থী।
পরে শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা ১০ রাউন্ড গুলি ছুড়েন। এতে আহত হয় ৪ শিক্ষার্থী। অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। ১৫ মিনিট ধরে চলে এ ধাওয়া পাল্টা ধাওয়া।
এরপর ছাত্রলীগে নেতাকর্মীরা পিছু হটলে শিক্ষার্থীরা তাঁতি বাজার মোড়ে অবস্থান নেয়।
চাটগাঁ নিউজ/এআইকে