ছৈয়দ মোহাম্মদ পাড়া রহমানিয়া মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশের দক্ষিণ গাছবাড়িয়া ছৈয়দ মোহাম্মদ পাড়া রহমানিয়া আহমদিয়া এ,এস সুন্নিয়া দাখিলা মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানার ১৬তম বার্ষিক সভা গত ‍শুক্রবার ৮ ডিসেম্বর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে পুরস্কার বিতরণ, দস্তারবন্ধী, গুণিজন সংবর্ধনা ও ঈদে মিলাদুন্নবী (স.) অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ তৈয়বুর রহমানের সভাপতিত্বে ও মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম ও মোঃ আবদুর রহিম সওদাগরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌরসভার প্রশাসক মোঃ রাজীব হোসেন, ব্রাক্ষণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাঃ আবুল মনসুর, সহকারী পুলিশ সুপার আনোয়ারা সার্কেল সোহানুর রহমান সোহাগ, চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক দিদারুল আলম, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আল হোসাইন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মজলিশে শুরা সদস্য সৈয়দ মোহাম্মদ আমান উল্লাহ আমান সমরকন্দী, আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক ও সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফ পীরজাদা সৈয়দ মুহাম্মদ আশেকুর রহমান হাফেজ নগরী মাইজভান্ডারী, চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, পটিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডা. এমদাদুল হাছান।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ চন্দনাইশ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. আবু সুফিয়ান, চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা, পটিয়া হুলাইন ছালেহ্-নূর ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ ইছহাক চৌধুরী, মানব কল্যাণ পরিষদ – চট্টগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আজম খান, ফ্রেন্ডস ফুডের এমডি জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক আবদুল হান্নান সিকদার, অধ্যাপক মঈনুল আবেদীন তালুকদার, পিচপার্ক হাউজিং সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, বিশিষ্ট চিকিৎসক ডা. রিজওয়ান আজাদ চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের সাবেক উপ-পরিচালক মো. নুরুল হাদী, পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাবেক পরিচালক নুরুল আবছার চৌধুরী, চন্দনাইশ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ ইলিয়াছ, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, আবু ছাদেক সিবলু,  শাহজাহান আজাদ,  হাছনারা বেগম।

সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, সমৃদ্ধি কামনায় মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।

চাটগাঁ নিউজ/ নুরুল/ ইউডি  

Scroll to Top