ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রীর মৃত্যু

শেয়ার করুন

চাটগাঁ নিউজ ডেস্কঃ নগরীর চকবাজার থানার চন্দনপুরা এলাকার পশ্চিম গলি নেপচুন প্রোপার্টিজের দশ তলা ভবনের ছাদ থেকে পড়ে স্কুল পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে ৷

সোমবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চন্দনপুরা পশ্চিম গলি ‘নেপচুন টাওয়ারে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী মোনাম সামাদ তাহমীন (১৬) মাদারবাড়ি সিটি গালর্স হাইস্কুলে নবম শ্রেণির ছাত্রী। তার বাবার নাম হায়দার আলী।

চকবাজার থানার উপ পরিদর্শক (এসআই) মো. শফিউল্লাহ চাটগাঁ নিউজকে জানান, চন্দনপুরা এলাকায় ১০ তলা ভবন থেকে পড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আত্মহত্যা করেছে নাকি অসতর্কতাবশত পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তা তদন্তে জানা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ ইতিমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, এ ঘটনায় তার বাবা থানায় এসেছেন, প্রাথমিকভাবে পরিবারের ও অভিযোগ নেই। তবে কোনো অভিযোগ পাই কিনা সেটি দেখছি। সেখানে কোনো সিসিটিভি ফুটেজ ছিল না।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top