নিজস্ব প্রতিবেদক: নগরীর চান্দগাঁও থানা এলাকায় গুলি করে ব্যবসায়ী ও ছাত্রলীগ নেতা আফতাব উদ্দিন তাহসিনকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজনেই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৫ অক্টোবর) নগরের পাঁচলাইশ থানার হাদুমাঝিপাড়া এবং হাটহাজারী-রাউজান উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন— মো. হেলাল (৩৫) এবং ইলিয়াছ হোসেন অপু। হেলাল এই হত্যাকাণ্ডের মামলায় ৫ নম্বর এজাহারনামীয় আসামি বলে জানা গেছে।
পুলিশ জানায়, গতকাল সকালে রাউজান থানাধীন জলিলনগর স্টেশন এলাকা থেকে হত্যার ঘটনায় সরাসরি জড়িত মো. হেলালকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় হাটহাজারী এবং রাউজান উপজেলায়। পরে পাঁচটার দিকে পাঁচলাইশ এলাকা থেকে গ্রেফতার করা হয় ইলিয়াছ হোসেন অপুকে। তিনিও এ ঘটনায় জড়িত।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ।
তিনি বলেন, সম্প্রতি চান্দগাঁও থানা এলাকায় তাহসিন নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার মূল হোতা সাজ্জাদসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর বিকালে নগরীর চান্দগাঁও থানাধীন শমসের পাড়া এলাকায় ছাত্রলীগ নেতা তাহসিনকে গুলি করা হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পরে এ ঘটনায় সাজ্জাদসহ পাঁচজনকে আসামি করে চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বাবা মো. মুছা।
চাটগাঁ নিউজ/হাসান/জেএইচ