চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্নাতক ১ম বর্ষের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ শে জানুয়ারি অথবা ২৫ শে জানুয়ারি অনুষ্ঠিত হবে হবে এই ভর্তি পরীক্ষা।
২৭ নভেম্বর (বুধবার) বিকালে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভাকক্ষে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে গঠিত ভর্তি কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। চলতি শিক্ষাবর্ষে চুয়েট একক ভর্তি পরীক্ষা নিবে বলে জানা যায়।
এ বিষয়ে জানতে চাইলে যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আফজারুল রাহমান বলেন, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য ভর্তি কমিটি গঠন করা হয়েছে। কমিটি খুব শীঘ্রই ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা করবে। আগামী ২৪ জানুয়ারি অথবা ২৫ জানুয়ারি তারিখ এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও আবেদনের যোগ্যতা, পরীক্ষা পদ্ধতি জানানো হবে।
ইতোপূর্বে করোনা পরবর্তী সময়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষ থেকে দেশের তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হয়। প্রকৌশল গুচ্ছে অংশ নেয়া বিশ্ববিদ্যালয় তিনটি হলো- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।
তবে এবারের ভর্তি পরীক্ষায় প্রকৌশল গুচ্ছ থাকবে না।
চাটগাঁ নিউজ/জেএইচ