পড়া হয়েছে: ৯
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ভাঙচুর করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। আর সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে শেখ রাসেলের ম্যুরাল।
বুধবার (৫ ফেব্রুয়ারি) গভীর রাতে একদল বিক্ষুব্ধ ম্যুরালগুলো ভাঙচুর করে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, হাতুড়ি, লোহার রড দিয়ে ম্যুরালগুলো ভাঙচুর করা হচ্ছে। এ সময় তাদের ‘মুজিববাদের ঠিকানা, এই বাংলায় হবে না, মুজিবের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ এমন নানা শ্লোগান দিতে শোনা যায়।
এ বিষয়ে জানার জন্য চুয়েটের ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল আলমকে একাধিকবার কল দিয়েও সাড়া পাওয়া যায়নি।
চাটগাঁ নিউজ/এমকেএন