চীনে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় নিহত ১১, নিখোঁজ ১৪

আন্তর্জাতিক ডেস্ক : চীনের এক প্রদেশে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ১১ জন নিহত, এছাড়া আরো ১৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২৪ আগস্ট) চীনের টেলিভিশন চ্যানেল সিসিটিভি’র বরাত দিয়ে আজারবাইজানভিত্তিক সংবাদমাধ্যম আজার নিউজ এ খবর জানায়।

খবরে বলা হয়, চীনের উত্তর-পূর্ব প্রদেশ লিয়াওনিং প্রদেশে ভারী বর্ষণের কারণে বন্যায় ১১ জন নিহত হয়েছেন। এছাড়া ১১ জন এখনো নিখোঁজ রয়েছেন।

সিসিটিভি’র খবরে আরো বলা হয়, খুব খারাপ আবহাওয়ার কারণে হুলুডাও সিটিতে, বিশেষ করে জিয়ানচ্যাং কাউন্টি এবং সুঝং কাউন্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ভারী বর্ষণ ও বন্যার কারণে বিভিন্ন ঘরবাড়ি, ঘরের ছাদ ধসে পড়ে এবং ইলেকট্রিসিটি সরবরাহ বিঘ্নিত হয়। এছাড়া রাস্তাঘাটসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, দুর্যোগে ১০ জন নিহত হয়েছেন এবং ১৪ জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে একজন কর্মকর্তাও নিহত হয়েছেন বলে জানানো হয়।

চাটগাঁ নিউজ/এআইকে

Scroll to Top