পড়া হয়েছে: ৪৪
চাটগাঁ নিউজ ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের চার দফা দাবির দ্বিতীয় বারের আল্টিমেটাম আগামীকাল সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে। এর মধ্যে এ চার দফা দাবী মানার আহ্বান জানিয়েছে আন্দোলনের নেতারা।
বুধবার আন্দোলনের সহ-সমন্বয়ক হাসিব আল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল ঢাকা রিপোর্টাস ইউনিটিতে চার দফা দাবী তুলে ধরেন আন্দোলনে পাঁচজন সমন্বয়ক ও একজন সহ সমন্বয়ক। চার দফা দাবি হলো, ১. ইন্টারনেট সচল করা ২. কারফিউ প্রত্যাহার করা ৩. ক্যাম্পাস থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে দিয়ে সরকার ও প্রশাসনের সমন্বয়ে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা ৪. আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা।
এর আগে গত রোববার (২১ জুলাই) এসব দাবি মানতে সরকারকে দুই দিনের আল্টিমেটাম দিয়েছিল শিক্ষার্থীরা। গত মঙ্গলবার পুনরায় আবার দুই দিনের আলটিমেটাম দেয় তারা।
চাটগাঁ নিউজ/এআইকে