চাকরি ফিরে পেতে চসিক প্রকৌশলী ঝুলনের আপিল, মন্ত্রণালয়ে নথি তলব

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সড়কবাতি নেভানো কেলেঙ্কারিতে জড়িয়ে চাকরি হারানো (অপসারিত) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রকৌশলী ঝুলন কুমার দাশের আপিলের প্রেক্ষিতে অপসারণ সংক্রান্ত সব ‘কাগজপত্র’ জরুরি তলব করেছে মন্ত্রণালয়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি চিঠি পাঠানো হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-২ শাখার উপসচিব মো. ফিরোজ মাহমুদের সই করা একটি চিঠিতে এ কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠাতে নির্দেশনা দেয়া হয়েছে।

প্রধান নির্বাহী বরাবর পাঠানো ওই চিঠিতে, ঝুলন কুমার দাশের চট্টগ্রাম সিটি কর্পোরেশনে অপসারণ সংক্রান্ত প্রকৃত বিবরণী এবং আপিল আবেদনের বিষয়ে দফাওয়ারি বক্তব্য ও দালিলিক তথ্য জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য চসিকের প্রধান নির্বাহীকে অনুরোধ করা হয়।

চিঠি সূত্রে জানা গেছে, গত ১৮ ডিসেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর চাকরিতে পুনর্বহালের দাবিতে তিনি আপিল আবেদন করেন। তিনি দাবি করেন— গত ১৫ ডিসেম্বর তাকে কোনো ধরনের কারণ দর্শানো ছাড়া শুনানির সুযোগ না দিয়েই চাকরি থেকে অপসারণ করা হয়েছে। যেখানে চসিকের চাকরি বিধিমালা, ২০১৯-এর সংশ্লিষ্ট বিধি অনুসরণ করা হয়নি। এতে তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। তাই অপসারণের আদেশ বাতিল করে চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন প্রকৌশলী ঝুলন কুমার দাশ।

এ বিষয়ে জানতে চাইলে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম চাটগাঁ নিউজকে বলেন, চিঠি আমি এখনো দেখিনি। অপসারণ নিয়ে প্রকৌশলী ঝুলন দাশ আপিল করেছিলেন। তার আপিলের প্রেক্ষিতে মন্ত্রণালয় আমাদের কাছে দালিলিক কাগজপত্রগুলো চেয়েছে। মেয়র মহোদয়ের নির্দেশনা নিয়ে এগুলো মন্ত্রণালয়ে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/ইউডি/এসএ

Scroll to Top