চাঁদপুরে প্রযোজক সেলিম খান ও নায়ক শান্ত খান নিহত

চাঁদপুরে গণপিটুনিতে শাপলা মিডিয়ার কর্ণধার প্রযোজক সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খান নিহত হয়েছেন।

সোমবার (৫ আগস্ট) বিকেলে নিজ এলাকা থেকে চলে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে তাদের ওপর হামলা চালায় একদল জনতা। সেখানে নিজের পিস্তল থেকে গুলি করে নিজেদের আত্মরক্ষা করতে পারলেও পার্শ্ববর্তী বাগাড়া বাজারে এসে ফের জনতার আক্রমণের শিকার হন তারা। সেখানেই জনতার পিটুনিতে নিহত হয় সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খান।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে বলেন, “তাদের মৃত্যুর বিষয় আমরা জেনেছি। তবে আমাদের কেউ খবর দেয়নি। আমাদের জানমালের নিরাপত্তার কারণে সেখানে যাইনি।”

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরের দেশের বিভিন্ন জায়গায় থানা, সরকারি অফিস ভবন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের খবর পাওয়া যাচ্ছে। এসব ঘটনায় মারা গেছেন বেশ কয়েকজন।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে বলেন, “তাদের মৃত্যুর বিষয় আমরা জেনেছি। তবে আমাদের কেউ খবর দেয়নি। আমাদের জানমালের নিরাপত্তার কারণে সেখানে যাইনি।”

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরের দেশের বিভিন্ন জায়গায় থানা, সরকারি অফিস ভবন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের খবর পাওয়া যাচ্ছে। এসব ঘটনায় মারা গেছেন বেশ কয়েকজন।

এআইকে

Scroll to Top