চাটগাঁ নিউজ ডেস্কঃ চট্রগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে র্যাবের অভিযানে ৩৯ জন দালালকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২০ মার্চ) সকালে হাসপাতালটির ৩২ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এই বিষয়ে র্যাব-৭ এর সিও লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম চাটগাঁ নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের টিম হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালায়। এসময় ৩৯ জন দালালকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১৪ জনকে অনাদায়ে ১ মাসের কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা এবং ২৫ জনকে ১ মাসের কারাদণ্ডসহ ৫ হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতে একজন নিরপরাধ চিহ্নিত হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, অভিযানের বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। আটককৃতদের মধ্যে কেউ হাসপাতালের কর্মচারী হলে তাদের হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। যারা প্রকৃত দালাল, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Chattagram International Medical College & Hospital. Chittagong. pic.twitter.com/BBoQnxB4dS
— CIMCH (@CIMCH1) April 18, 2017
মূলত, হাসপাতালে বেড ও ওয়ার্ড সিন্ডিকেট, মেডিসিন সিন্ডিকেট, অ্যাম্বুল্যান্স সিন্ডিকেট সক্রিয় আছে। তারা রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রলুব্ধ করে। কমিশন বাণিজ্যের কারণে রোগীদের প্রলুব্ধ করে তারা।
চাটগাঁ নিউজ/এসবিএন