চবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলো কর্তৃপক্ষ

আজকের মধ্যে হলত্যাগের নির্দেশ

চাটগাঁ নিউজ ডেস্ক : কোটা বিরোধী চলমান পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনারয় দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশনা মেনে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় চবি প্রশাসন।

আজ বুধবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম।

তিনি বলেন, সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। মেয়েদের সন্ধ্যা ৬টার মধ্যে এবং ছেলেদের রাত ১০টার মধ্যে হল ত্যাগ করতে হবে।

এছাড়া হল প্রভোস্টদের সবগুলো রুম সিলগালা করার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে দুপুর আড়াইটা থেকে রাত পর্যন্ত নিয়মিত শিডিউলে শাটল ট্রেন চলবে।

চাটগাঁ নিউজ/এসআইএস

Scroll to Top