চবির মেরিন সায়েন্স ইন্সটিটিউটের সুবর্ণজয়ন্তী উদযাপন

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মেরিন সায়েন্স ইনস্টিটিউটের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) দিনব্যাপী ইনস্টিটিউট প্রাঙ্গণে নানান আয়োজনের মাধ্যমে এটি উদযাপন করেন ইনস্টিটিউটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এর মধ্যে ছিল কেক কাটা, বেলুন উড়ানো, প্রাক্তন অ্যালামনাইদের স্মৃতিচারণ, ক্রীড়া প্রতিযোগিতা, ক্যাম্পাস ট্যুর, রাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের সভাপতি, ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শেখ আফতাব উদ্দিনের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হয় আলোচনা পর্ব। এতে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার।

তিনি তার বক্তব্যে সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউট প্রাঙ্গণে ওশেন স্যাটেলাইট নির্মাণের অগ্রগতির বিষয়টি তুলে ধরেন। জুলাই বিপ্লবে পরিবর্তিত বাংলাদেশে সমুদ্রবিজ্ঞানীদের অর্জন ও সাফল্যের জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে সাধুবাদ জানান। উপাচার্য বাংলাদেশের সুনীল অর্থনীতিতে চবির সমুদ্রবিজ্ঞান পরিবারের অবদান তুলে ধরে ইনস্টিটিউটের ভবিষ্যৎ ও বর্তমান সার্বিক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বিশেষ অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান সমুদ্র অর্থনীতির বিশাল সম্ভাবনার দিক তুলে ধরে সমুদ্রসম্পদ রক্ষা ও সংরক্ষণের ব্যাপারে তরুণ সমুদ্রবিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণের জন্য আহ্বান জানান।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন দেশের সার্বিক উন্নয়নে সমুদ্রবিজ্ঞানের গুরুত্ব তুলে ধরে একটি স্থায়ী সুনীল অর্থনীতি নির্ভর বাংলাদেশ বিনির্মাণে এই ইনস্টিটিউটকে সব রকমের সহযোগিতার আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. শেখ আফতাব উদ্দিন সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউটের সার্বিক ইতিহাস তুলে ধরে চলমান অগ্রযাত্রা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া বক্তব্য রাখেন মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন এবং ইনস্টিটিউটের ডিস্টিংগুইশড অ্যালামনাই সোহেল ইবনে সাত্তার।

এর আগে অনুষ্ঠানের শুরুতে সমুদ্রবিজ্ঞান চর্চার ৫৪ বছরের সাফল্যের উপর ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে একটি র‍্যালি ইনস্টিটিউট চত্ত্বর থেকে শহীদ মিনার হয়ে পুনরায় ইনস্টিটিউটে এসে শেষ হয়।

প্রসঙ্গত, ১৯৭১ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস দীর্ঘদিন ধরে সুনীল অর্থনীতির বিকাশে এবং সমুদ্র সম্পর্কিত জ্ঞান চর্চায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সমুদ্র বিজ্ঞান এবং পরিবেশ রক্ষায় ধারাবাহিক গবেষণার পাশাপাশি ব্লু ইকোনমি, জলবায়ু পরিবর্তন এবং সমুদ্র সম্পদের টেকসই ব্যবহারের ক্ষেত্রে ইনস্টিটিউটটি গত কয়েক দশকে অর্জন করেছে উল্লেখযোগ্য অগ্রগতি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top