চন্দ্রঘোনা ইউনিয়নে ৮২২ জন পেলো টিসিবির পণ্য

শেয়ার করুন

কাপ্তাই প্রতিনিধি: ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি  কার্যক্রমের অংশ হিসাবে মঙ্গলবার (২০ জুন) রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা  ইউনিয়নে ৮ শত ২২ জন কার্ডধারীকে দেওয়া হলো টিসিবির পণ্য।

কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) রুহুল আমিন জানান ৩ শত ৪০ টাকা প্যাকেজ মূল্যে একজন টিসিবির কার্ডধারীকে ২ লিটার তেল এবং  ২ কেজি মশুর ডাল প্রদান করা হয়।

এদিকে এদিন বেলা সাড়ে ১১ টায়  উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন এর কলা বাগান এলাকায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মারজান হোসাইন।

এসময় উপজেলা পিআইও রুহুল আমিন, চন্দ্রঘোনা  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, ট্যাগ অফিসার উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন   সহ ইউপি সদস্যরা  উপস্থিত ছিলেন।

Scroll to Top