পড়া হয়েছে: ৮০
কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা এলাকায় ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ২ জনকে আটক করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। এসময় ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়েছে।
শুক্রবার ( ১৫ নভেম্বর) সকালে উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের টেকের মোড়স্থ মায়ের দোয়া হোটেলের সামনে পুলিশের এক অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- রাঙ্গুনিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের সৈয়দবাড়ী এলাকার সিএনজি চালক মোঃ বেলাল (৪২) ও একই পৌরসভার ৩নং ওয়ার্ডের ইছাখালী গুচ্ছগ্রামের ইমরান হোসেন (২৮)।
বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল।
তিনি বলেন, চন্দ্রঘোনা এলাকায় ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ২ জনকে আটক করেছি আমরা। মদ পাচারে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সাও আটক করা হয়েছে। তাদের আদালতে চালান করে দেয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/ঝুলন/জেএইচ