কাপ্তাই প্রতিনিধিঃ রাঙামাটির কাপ্তাইয়ে ২০ লিটার চোলাই মদসহ একজনকে আটক করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ।
মঙ্গলবার (৫ মার্চ) রাত ৯ টা ৪০ মিনিটে রাইখালী ফেরিঘাট এলাকার টেকের মোড়ে থানার ওসি আনছারুল হক এবং এসআই আশীষ সঙ্গীয় পুলিশ ফোর্স চোলাই মদ পাচারকালে আসামী ক্যচিংমং মারমাকে আটক করেছে।
আটক ক্যচিংমং মারমা ২নং রাইখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড লেমুছড়ি এলাকার বাসিন্দা বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল হক।
এই বিষয়ে ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা তৎক্ষণাৎ অভিযানে পরিচালনা করি। এবং ২০ লিটার চোলাই মদসহ একজনকে আটক করতে সক্ষম হয়। আটককৃতের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসবিএন