চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার জোয়ারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ফতেনগর বড়ুয়াপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, আগুনে পুড়ে যাওয়া বসতঘর দুই ভাইয়ের। ক্ষতিগ্রস্তরা হলেন, শশাঙ্ক বড়ুয়া ও তিশংকর বড়ুয়া। আগুনে তাদের দামি আসবাবপত্র, স্বর্ণালঙ্কারসহ নগদ অর্থ পুড়ে গেছে বলে জানান তারা।
চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার মো. ছাবের আহমদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্রসহ ৫-৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে ৮ লাখ টাকার মালামাল।
চাটগাঁ নিউজ/জেএইচ