পড়া হয়েছে: ৩০
সিপ্লাস ডেস্ক: গ্রিক বন্দরশহর আলেকজান্দ্রোপলিসের একটি হাসপাতাল থেকে কয়েক ডজন রোগীকে একটি ফেরিতে করে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির ফায়ার ব্রিগেড বলেছে, এই এলাকায় দাবানল অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়ায় তাদের সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
তুরস্কের সীমান্তবর্তী বৃহত্তর ইভ্রোস অঞ্চলের বেশ কয়েকটি সম্প্রদায়কে সরিয়ে নেওয়া হয়েছে।
গ্রিসে গ্রীষ্মকালীন দাবানল সাধারণ কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে অস্বাভাবিক গরম, শুষ্ক আবহাওয়া এবং বাতাসের কারণে পরিস্থিতি আরো খারাপ হয়েছে, যা জলবায়ু পরিবর্তনের কারণে হচ্ছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।