চড়া দামে চার্জার ফ্যান বিক্রি, ৩ প্রতিষ্ঠান গুনল জরিমানা

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরে বেশি দামে ফ্যান বিক্রি করায় তিনটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২২ এপ্রিল) কোতোয়ালি থানার রাইফেল ক্লাব এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আনিসুল ইসলাম।

তিনি জানান, লোডশেডিং পরিস্থিতির অবনতির কারণে অনেকেই চার্জার ফ্যান, চার্জার বাতি ও আইপিএস কিনছেন। এসব পণ্যের যেন দাম বৃদ্ধি করতে না পরে সেজন্য আজ রাইফেল ক্লাব এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় রিচার্জঅ্যাবল ফ্যান ক্রয়-বিক্রয়ের ভাউচারে দামে অসামঞ্জস্য ও বেশি দামে ফ্যান বিক্রির দায়ে মেসার্স শাহ জালাল ইলেকট্রনিক্স ২০ হাজার টাকা, এস এইচ ইলেকট্রনিক্স ৫ হাজার টাকা, লুক ইলেকট্রিক ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া মেয়াদোত্তীর্ণ কেক সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টিজাত খাবার প্রক্রিয়াজাত করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top