চট্টগ্রাম–৮ (বোয়ালখালী–চান্দগাঁও) আসনে কে কোন প্রতীক পেলেন

চাটগাঁ নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ টি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।  এর মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী চট্টগ্রাম–৮ (বোয়ালখালী–চান্দগাঁও) আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দও দেওয়া হয়েছে।

অত্র আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামকে কেটলী প্রতীক, জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠকে লাঙ্গল প্রতীক, বিএনএফের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদকে টেলিভিশন প্রতীক, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক কাউন্সিলর বিজয় কুমার চৌধুরীকে ফুলকপি প্রতীক, বাংলাদেশ কংগ্রেসের মহিবুর রহমান বুলবুলকে ডাব প্রতীক, তৃণমূল বিএনপির সন্তোষ শর্মাকে সোনালী আঁশ প্রতীক, কল্যাণ পার্টির মো. ইলিয়াছকে হাতঘড়ি প্রতীক, ইসলামিক ফ্রন্টের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিনকে চেয়ার প্রতীক, এপিপি মো. কামাল পাশাকে আম প্রতীক ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবদুল নবীকে মোমবাতি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

Scroll to Top