চাটগাঁ নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ টি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দও দেওয়া হয়েছে।
এই আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদকে নৌকা প্রতীক, সুপ্রিম পার্টির মো. মোরশেদ আলমকে একতারা প্রতীক, ইসলামিক ফ্রন্টের আহমেদ রেজাকে চেয়ার প্রতীক, তৃণমূল বিএনপির খোরশেদ আলমকে সোনালী আঁশ প্রতীক, জাতীয় পার্টির মুছা আহমেদ রানাকে লাঙ্গল প্রতীক ও ইসলামী ফ্রন্টের মো. ইকবাল হাসানকে মোমবাতি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পেয়ে প্রার্থীগণ উচ্ছ্বাস্ প্রকাশ করেছেন এবং তারা সকলেই বিজয়ী হতে দৃঢ় প্রত্যয় প্রকাশ করেছেন।
উল্লেখ্য, এলাকা বাসীর ধারণা অত্র আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ পুনঃনির্বাচিত হবেন।