চাটগাঁ নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ টি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন । ইতিমধ্যে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দও দেওয়া হয়েছে।
এসময় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনিকে নৌকা প্রতীক, বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীকে ফুলের মালা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হোসাইন মুহাম্মদ আবু তৈয়বকে তরমুজ প্রতীক, বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারীকে একতারা প্রতীক, ইসলামিক ফ্রন্টের মীর মোহাম্মদ ফেরদৌস আলমকে চেয়ার প্রতীক, জাতীয় পার্টির মো. শফিউল আজম চৌধুরীকে লাঙ্গল প্রতীক, ইসলামী ফ্রন্টের মো. হামিদ উল্লাহকে মোমবাতি প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহজাহানকে ঈগল প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এ আসনে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করলেও এই আসনে ৪ জন হেভিওয়েট প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি, বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী, স্বতন্ত্র প্রার্থী হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব ও বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী।