সিপ্লাস ডেস্ক: চট্টগ্রাম বন্দরের ৩টি টার্মিনালের অবস্থান পরিবর্তন করা হচ্ছে। নতুন মাস্টার প্ল্যানে টার্মিনালগুলোকে দক্ষিণে দেড় কিলোমিটার সরিয়ে নেওয়া হচ্ছে। এতে টার্মিনালগুলোর আকার প্রায় চার কিলোমিটার হবে।
টার্মিনালগুলোর অবস্থান পরিবর্তনের কারণ হলো বিদেশি বিনিয়োগকারীদের দ্বিমত। তারা টার্মিনালের অবস্থান, আকার সহ বেশ কিছু বিষয়ে দ্বিমত পোষণ করেছিলেন।
নতুন অবস্থানে টার্মিনালগুলো নির্মাণ করলে ব্যয় আশ্রয় এবং টেকসই হবে বেশি বলে দাবি করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল।
প্রস্তাবিত বে টার্মিনাল ৩টি ভাগে বিভক্ত হবে। যার একটি অংশ পরিচালনা করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আর বাকি দুটি অংশ ভাগাভাগি হবে পোর্ট অব সিঙ্গাপুর অথরিটি এবং ডিপি ওয়ার্ল্ডের মধ্যে।
চট্টগ্রাম বন্দর বর্তমানে বছরে গড়ে ৩২ লাখ কনটেইনার ও প্রায় ১২ কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডলিং করছে। আর বছরে জাহাজ আসছে চার হাজারের বেশি।